এ সুধু আমার গর্বিত জন্মদাতা

আমার বাবা (জুন ২০১৫)

আল আমিন
  • ৫৫
এইতো সেদিনও তোমার
হাত ধরে হেটে এসেছি কত পথ।
আমি চাইতাম বেঁছে বেঁছে
তোমার হাতের সব'চে ছোট আংগুলটা
ধরতে;
তুমি ছাড়িয়ে নিতে বারবার
নিজ হাতে শক্ত করে ধরতে' তুমি
আমার হাত।
আমিও একরোঁখা ;
বায়না ধরতাম
তোমার কনিষ্ঠ আংগুলটাই ধরতে ।
হার মেনে যেতাম আমি
অতিসতর্ক তোমার ওই
শক্ত হাতের বাঁধনে পড়ে।

বশে আনতে আমার সকল জিঁদ
যখন তুমি পাটকাঠির আগায়
আঁঠা লাগিয়ে,
প্রজাপতি ধরার কৌশল
শেখাতে আমায়;
ধরে এনে দিতে তুমি
হরেক রঙের প্রজাপতি ।

তখন কতো ছোট্ট টা'ই না ছিলাম!
আর আজ !
আজ কি সত্যিই
অনেক বড় হয়ে গেছি আব্বু ?
আজ আর তোমার বুকের উপর
আমাকে শুইয়ে
ঘুমপাড়াও না আমায়;
পিঠ চাপড়ে চাপড়ে
আমার মাথাটা --
রাজ্যের আদর নিয়ে
চেপে ধরো না তোমার বুকে ।
তোমার নিঃশ্বাসের শব্দ
শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া
হয় না আজ আর আমার।
তাই'ই হয়তোবা ঘুমই হয় না এখন ।

তখনো হাটা শিখিনি পুরোপুরি
চোখমোছা ভোরে ;
কোরান শিক্ষার আসর,
খানকাহ শরীফে
কোলে করে নিয়ে যেতে আমায়,
সেদিনই
তুমি কি ভেবেছিলে ---আজ এরকম
বড় হয়ে যাবো তোমার এই আমি ?
সত্যি করে বলোতো
কত পরিমান দোয়া করে
রেখেছিলে তুমি আল্লাহ্'র কাছে
আমার জন্য ? দুনিয়ার
এক অফুরন্ত রহমত, 'তোমায়'
অহরহ ফজরের ভোরে
শুনেছি
আমার জন্য দোয়া করতে।
আরশে আজীমের পাঁয়া ধরে
কাঁদতে যেন,
দেখেছি কত নামাজের পর।
তোমার শেষ রাতের কান্নায় যখন
ভোরের অনাগত আলো
ভারি হতে দেখেছি।
বুঝতে শেখার পর
আমিও বলেছি
মহান রাব্বুল আ'লামিন এর কাছে
"যেন রহম করেন তিনি তোমায় ;
যেমন ছোটকাল থেকে তুমি
করে আসছ আমার জন্য" ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Tajkiya Nijami মন ছূয়ে গেল
Rumana Sobhan Porag ‌'তুমি কি ভেবেছিলে ---আজ এরকম বড় হয়ে যাবো তোমার এই আমি ? সত্যি করে বলোতো কত পরিমান দোয়া করে রেখেছিলে তুমি আল্লাহ্'র কাছে আমার জন্য ?' _খু্ৱ সুন্দর লিখেছেন।
Fahmida Bari Bipu Khub khub valo laglo. Chok vije gelo amaro. Kichhu banan e onaboshok chondrobindu dekhte pelam. Banan e sotorko hou. Tumi nishchoy onek valo manush tai eto norom onuvuti chhoriye diyeso baba'r jonno.:-) Shuvechha onek.
ধন্যবাদ আপু। এই কবিতার কয়েক লাইন লেখার পর বিশ্বাস করুন আমি আমার কান্না থামাতে পারছিলাম না, শেষ পর্যন্ত ঠিক মতো শেষ করতেও পারিনি।

২৩ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪